“পিআর পদ্ধতি মেনেই আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে”কুমিল্লায় গোলটেবিল বৈঠকে আব্দুল হালিম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫ ০৮:৪৫ এএম
নিজস্ব প্রতিবেদক।।
জুলাই জাতীয় সনদ ও পিআর (Proportional Representation) পদ্ধতির ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরের উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর টমছমব্রিজ এলাকায় হোটেল ওয়াসিস পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান এবং কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের নায়েবে আমীর অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, মহানগরী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোশাররফ হোসাইনসহ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ ও কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ। পরে সাংবাদিক ও পেশাজীবীরা পিআর পদ্ধতির কার্যকারিতা, বাস্তবায়ন প্রক্রিয়া এবং নির্বাচনী প্রভাব নিয়ে বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।
বক্তাগণ বর্তমান নির্বাচন পদ্ধতির সীমাবদ্ধতা তুলে ধরে বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। এতে কেন্দ্র দখল, সন্ত্রাস ও ভোট জালিয়াতির সুযোগ কমবে এবং সব দলের জন্য সমান সুযোগ তৈরি হবে।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন,
“বাংলাদেশে রাজনীতিতে বিভাজন নয়, ঐক্য প্রয়োজন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচন চাই। ইতিমধ্যে ৩৩ দলের মধ্যে ২৬টি দল পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছে। আগামী নভেম্বরে গণভোটের মাধ্যমে এই পদ্ধতি বাস্তবায়ন করে একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠার পথ তৈরি হবে।”
তিনি আরও বলেন,
“আগামীর মানবিক বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি একটি অপরিহার্য নির্বাচন ব্যবস্থা। আমরা আশা করি, সব রাজনৈতিক দল এই যৌক্তিক দাবি মেনে নিয়ে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হবে।”
বৈঠকে বক্তাগণ বলেন, পিআর পদ্ধতি শুধু রাজনৈতিক স্থিতিশীলতাই নয়, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক সংস্কৃতি জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
- বাবরি মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি দিবেন ৮০ কোটি টাকা
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বাঁধনের পালাবদল: নতুন নেতৃত্বে মাহমুদা–সাফিন
- লালমাইতে উপজেলা শিক্ষক পরিবারের নামে শিক্ষকদের মতবিনিময় সভা, অবগত নয় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস
- আইএলটিএস এ অনন্য অবদানের জন্য "Star Performer -2025" পুরস্কারে ভূষিত হলো FM Method Cumilla.
- মহড়ার সময় ট্যাঙ্ক ডুবে ভারতীয় সেনা অফিসারের মর্মান্তিক মৃত্যু
- বেগম জিয়াকে লন্ডনে নিতে ঢাকায় আসছেন ডা. জোবাইদা রহমান
- খালেদাকে বহন করা এয়ার এম্বুলেন্সে থাকছে যে সব সুবিধা
- রায়ের পর ভূমিকম্প 'আল্লাহর গজব' বল্লেন শেখ হাসিনা
- কুমিল্লায় জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত